Last Updated: Monday, September 2, 2013, 10:57
নেইমার ক্লাবে যোগ দেওয়ার পর তিনি কিছুটা পিছনের সারিতে চলে গিয়েছিলেন। এদিকে, আবার তাঁর বিরুদ্ধে লবির অভিযোগ তুলেছিলেন দলের দু একজন সতীর্থ। চোটটাও ভোগাচ্ছিল খুব। সেইসব ঝেড়ে ফেলে মেসি আবার স্বমহিমায়, মেসি আবার উজ্জ্বল। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার এই মহাতারকা।