বাতিল মেটালিকা: ভাঙচুর চালাল ভক্তেরা, Metallica concert cancelled

বাতিল মেটালিকা: ভাঙচুর চালাল ভক্তেরা

বাতিল মেটালিকা: ভাঙচুর চালাল ভক্তেরারবিবার ফর্মুলা ওয়ান রেসের হাত ধরে গতির নেশায় মাততে চলেছে দেশ। তবে ইণ্ডিয়ান গ্র্যান্ড প্রিক্সের উদ্বোধন উপলক্ষ্যে মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেটালিকার অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যাওয়ায় কিন্তু বেজায় চটেছেন দর্শকেরা। শুক্রবার হরিয়ানার গুরগাঁওয়ে একটি অনুষ্ঠান করার কথা ছিল জনপ্রিয় মেটালিকা ব্যাণ্ডের। তবে সাউন্ড সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় একদিনের জন্য পিছিয়ে যায় হেভি মেটাল ব্যান্ডের অনুষ্ঠান। আর তাতেই বিপত্তি। মেটালিকার অনুষ্ঠান দেখতে এদিন বিশ্বের আনাচ কানাচ থেকে গুরগাঁওয়ে ভিড় জমিয়েছিলেন সংগীত অনুরাগীরা। অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ায় স্টেডিয়ামে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা।

First Published: Saturday, October 29, 2011, 15:33


comments powered by Disqus