Last Updated: Saturday, October 29, 2011, 15:33
রবিবার ফর্মুলা ওয়ান রেসের হাত ধরে গতির নেশায় মাততে চলেছে দেশ। তবে ইণ্ডিয়ান গ্র্যান্ড প্রিক্সের উদ্বোধন উপলক্ষ্যে মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেটালিকার অনুষ্ঠান
ভণ্ডুল হয়ে যাওয়ায় কিন্তু বেজায় চটেছেন দর্শকেরা। শুক্রবার হরিয়ানার গুরগাঁওয়ে একটি অনুষ্ঠান করার কথা ছিল জনপ্রিয় মেটালিকা ব্যাণ্ডের।