বন্ধ মেট্রো, অবিরাম বৃষ্টি, নাকাল কলকাতা

বন্ধ মেট্রো, অবিরাম বৃষ্টি, নাকাল কলকাতা

বন্ধ মেট্রো, অবিরাম বৃষ্টি, নাকাল কলকাতাএকে বৃষ্টি, তার ওপর আবার মেট্রো বিভ্রাট। বুধবারের সকালটা কলকাতার কাটল বেশ খারাপ। সকালে মেট্রোয় ফের বিভ্রাট হয়। কবি সুভাষ থেকে দমদমের মধ্যে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমে আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। কবি সুভাষ থেকে দমদমের মধ্যে আপ রুটে বন্ধ রয়েছে মেট্রো।

মেট্রো বন্ধ থাকায় কর্মস্থলে যাওয়ার একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বাস। এদিক বৃষ্টিতে ট্রাফিকের হাল বেশ খারাপ, ফলে বাদুরঝোলা অবস্থায় বাসে উঠে আরও সমস্যায় পরতে হয়।

First Published: Wednesday, June 26, 2013, 10:43


comments powered by Disqus