Last Updated: Saturday, October 6, 2012, 21:40
মেট্রো রেলে নজিরবিহীন ঘটনা। দরজা খোলা অবস্থাতেই চলল মেট্রো। তবে ভিড়ের চাপে নয়। কামরায় যাত্রীদের তেমন চাপ না থাকলেও বন্ধ হয়নি দরজা। দরজা খোলা অবস্থাতেই সুড়ঙ্গপথে বিপজ্জনক ভাবে রবীন্দ্র সদন থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত চলল ট্রেন। এর জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছনের পর যাত্রীরা নিজেরাই কামরার দরজা বন্ধ করেন।