Last Updated: June 23, 2014 13:01

ফের মেট্রো বিভ্রাটে চরম হয়রানির শিকার যাত্রীরা। কবি সুভাষ থেকে দমদমগামী নন এসি রেক পার্ক স্ট্রিট স্টেশনের কাছে বিকল হয়ে যায়। অন্ধকার টানেলে আটকে পড়েন যাত্রীরা। কামরার দরজা খুলে টানেল দিয়ে হাঁটিয়ে বের করে আনা হয় তাঁদের। আতঙ্কিত হয়ে পড়েন মহিলা ও শিশুরা। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। দমদম থেকে সেন্ট্রাল এবং মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলছে।
মোবাইলে ঘটনার ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার হন চব্বিশ ঘণ্টার সাংবাদিক মৌপিয়া নন্দী। সিআরপিএফ জওয়ানরা তাঁর মোবাইল কেড়ে নেন।
First Published: Monday, June 23, 2014, 13:51