Last Updated: Monday, June 23, 2014, 13:01
ফের মেট্রো বিভ্রাটে চরম হয়রানি। দমদম থেকে কবি সুভাষগামী এসি রেক বিকল পার্ক স্ট্রিট স্টেশনের কাছে। অন্ধকার টানেলে আটকে পড়েন যাত্রীরা। টানেল দিয়ে হাঁটিয়ে বের করে আনা হয় তাঁদের। আতঙ্কিত মহিলা-শিশুরা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি যাত্রীদের।