Last Updated: March 17, 2014 22:58

দশদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও কোনও হদিশই মেলেনি মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির। তল্লাসিতে কোথাও কোনও খামতি রাখছে না মালয়েশিয়া। আর এরমধ্যেই সামনে এসেছে বিমানের কো-পাইলটের কাছ থেকে পাওয়া শেষ বার্তাটি।
আটই মার্চ রাত একটা উনিশ মিনিটে অল রাইট, গুডনাইট বলেছিলেন কো-পাইলট ফারুক আবদুল হামিদ। এর আগে শেষবার বিমানটির ট্রান্সমিশন পাওয়া গিয়েছিল আট তারিখ রাত একটা নয় মিনিটে। কোনও কারণে কি আত্মঘাতী হয়েছেন বিমানের পাইলট বা কো-পাইলট? রেডিও ট্রান্সমিশনে পাওয়া বার্তার পর সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী দল। যাত্রী ও ক্রু মিলিয়ে দুশো উনচল্লিশজনকে নিয়ে দশদিন ধরে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান MH তিনশো সত্তর।
First Published: Tuesday, March 18, 2014, 11:45