Last Updated: March 18, 2014 12:20
frameborder="0" scrolling="no">
** মালয়েশিয়া বিমান রহস্যের এই মূহুর্তের খবর:: ** হন্যে হয়ে খোঁজার পর সব আশাই ক্ষীণ হচ্ছে। MH370 বিমান যদি কোনওভাবে ছিনতাই হয়ে থাকে এখন জোরালো প্রশ্ন উঠছে বিমানের কোনও যাত্রীরা কেন মোবাইল ফোন ব্যবহার করে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করছে না কেন? একদিক থেকে সব প্রচেষ্টা যখন বৃথা তখন অপহৃত বিমানের থেকে কোনও সন্দেশ পাওয়াটাই খুব জরুরী। এই রকম প্রমান এর আগেও পাওয়া যায়। ২০০১ সালে ১১ সেপ্টেম্বরে ৪ টি বিমান অপহরণ হয়েছিল। সেখানকার বিমানযাত্রীদের কাছ থেকে মোবাইলে সন্দেশ পাওয়া অনুযায়ী উদ্ধার করা হয় বিমানগুলিকে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন সেই চারটি বিমান ছিল একটা নির্দিষ্ট আবক্রে মধ্যে। MH370 বিমান যাচ্ছিল প্রায় ৪৫ হাজার ফুট উপর দিয়ে। এই উচ্চতায় মোবাইলে যোগাযোগ রাখা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
** মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির হাইজ্যাকের সঙ্গে চিনা যাত্রীদের জড়িত থাকার দাবি উড়িয়ে দিল চিন। চলতি মাসের ৮ তারিখ কুয়ালা লামপুর থেকে বেজিং যাওয়ার পথে রহস্য জনক ভাবে
নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানটি। সারা বিশ্বজুড়ে তীব্র খানা তল্লাশির পরে ১১ দিন কেটে গেলেও এখনও খোঁজ পাওয়া যায়নি বিমানটির। এসেছে বিমান ছিনতাই, সন্ত্রাসবাদী
হামলার তত্ত্বও। কিন্তু কোনও যুক্তি যুক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। বিবিধ তত্ত্বের মধ্যেই অন্যতম ছিল চিনা যাত্রীদের দ্বারা বিমানটির ছিনতাই বা সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। মঙ্গলবার চিনের
তরফ থেকে সাফ জানানো হল বিমানটির নিখোঁজ হওয়ার সঙ্গে চিনা যাত্রীদের জড়িত থাকার কোনও প্রমাণই নেই।
** মালয়েশিয়া বিমান MH370 তে যে সব যাত্রী ছিলেন তাঁদের তালিকা দেওয়া হল
src="http://www.malaysiaairlines.com/content/dam/mas/master/en/pdf/Malaysia%20Airlines%20Flight%20MH%20370%20Passenger%
20Manifest_Nationality.pdf">
First Published: Tuesday, March 18, 2014, 14:25