Last Updated: Wednesday, March 12, 2014, 10:51
নিখোঁজ এমইএচ ৩৭০ জেট বিমানের হদিশ মেলার খবর অস্বীকার করল মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গতকাল সেনার তরফে জানানো হয়েছিল র্যাডারে নিখোঁজ বিমানের সংকেত পাওয়া গিয়েছে। মালাক্কা প্রণালীর কাছে কাছে সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফলে চারদিন পরেও বিমান উধাও রহস্য সেই আঁধারেই থাকল।