Last Updated: March 26, 2013 18:28

এ যেন কাটে ঘায়ে নুনের ছেঁটা। ধোনিদের বিরুদ্ধে ০-৪ হোয়াইটওয়াশের পর সমালোচনায় জীবন ওষ্ঠাগত অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের আরও একটা বড় ধাক্কা। আইপিএল সিক্স শুরুর আগে শিরদাঁড়ায় চোটের কারণে ছিটকে গেলেন পুণে ওয়ারিয়র্সের অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর প্রতিযোগিতা শুরুর সপ্তাহখানেক আগে অধিনায়কের ছিটকে যাওয়ায় মহাসমস্যায় পড়ছে সুব্রত রায়ের দল পুণে ওয়ারিয়র্স।
গতবার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে আইপিএলে খেলেছিল পুণে ওয়ারিয়র্স। এরপর নতুন মরসুমে অধিনায়ক হিসাবে ক্লার্কের নাম ঘোষণা করা হয়।
নতুন অধিনায়কের খোঁজে নেমেছে পুণে ওয়ারিয়র্স। অনেকে আবার বলছেন, সৌরভ গাঙ্গুলি অবসর ঘোষণা না করলে ফের হয়তো তাঁকে দলে খেলার কথা অনুরোধ করত ওয়ারিয়র্সরা। এখন পুণে ওয়ারিয়র্স দলে অধিনায়ক হিসাবে এগিয়ে থাকছেন যুবরাজ সিং। ক্যান্সার ধরা পড়ার আগে যুবি পুণে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
First Published: Tuesday, March 26, 2013, 18:28