Last Updated: Monday, November 26, 2012, 22:44
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শহরে ফিরছেন টোলগে ওজবে ।আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় আসছেন অসি স্ট্রাইকার। পুণেয় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তারপর চোট সারাতে দেশে ফিরে যান তিনি। এখন অবশ্য অনেকটাই সুস্থ টোলগে। যদিও এখনও অনুশীলন শুরু করেননি তিনি। ই মেলে টোলগে জানাচ্ছেন কলকাতায় ফেরার আগেই সম্ভবত তিনি অনুশীলন শুরু করে দেবেন। দীর্ঘসময় মাঠের বাইরে রয়েছেন। তবে ইন্টারনেটে নিয়মিত আই লিগের সমস্ত খবরাখবর রাখেন তিনি। দীর্ঘ বিশ্রামের পর চোট কাটিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।