Last Updated: August 16, 2013 22:20

উত্তেজনা ছড়াল মানিকতলা থানার হরিশচন্দ্র নিয়োগী রোডে। আজ সকালে ওই এলাকার দেশবন্ধু বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার আনা হলে দেখা যায় খাবার ভর্তি আরশোলা।
অভিযোগ, ছাত্রছাত্রীরা আরশোলা ভর্তি খাবার খেতে অস্বীকার করায় তাদের পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকি দেন শিক্ষক শিক্ষিকারা। সেই সময়, বিদ্যালয়ের বাইরে ছিলেন অভিভাবকেরা। খবরটি জানাজানি হতেই অভিভাবকেরা খবর দেন মানিকতলা থানায়। পরে পুলিস গিয়ে আরশোলা ভর্তি মিড ডে মিলের পুরো খাবারটিই নিয়ে আসে।
First Published: Friday, August 16, 2013, 22:20