Last Updated: Saturday, July 20, 2013, 10:47
তেলে বিষক্রিয়ার জেরেই ছাপরার স্কুলে মিডডে মিল খেয়ে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্টে এমনটাই জানিয়েছে বিহার সরকার। যদিও ঠিক কী ধরনের বিষক্রিয়া তা জানার জন্য এখনও ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় সরকার। অভিযু্ক্ত স্কুলের প্রধানশিক্ষিকা এবং তাঁর স্বামী এখনও পলাতক। অন্যদিকে পাটনা মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে, মিডডে মিল খেলে অসুস্থ শিশুরা ক্রমশ সুস্থ হয়ে উঠছে।