Last Updated: March 1, 2014 22:57
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পর এবার কাঠগড়ায় নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। শনিবার ছিল মাধ্যমিকের ভূগোলের পরীক্ষা। নিয়ম অনুযায়ী পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে এই সময় মাইক বাজানো যায় না।
কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বাজাল মাইক। তাও আবার প্রকাশ্যে। উপলক্ষ ছিল বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন। সেই অনুষ্ঠানেই আবার বক্তব্য রাখলেন খোদ শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর অবশ্য দাবি তিনি জানতেন না । খোঁজ নিয়ে দেখবেন।
শুধু শিক্ষামন্ত্রী নয়, খোদ পুর ও নগোরন্নয়ন মন্ত্রীও একই অনুষ্ঠানে রীতিমত মাইকেই ভাষণ দিলেন। প্রশ্ন উঠছে পরীক্ষার সময় মাইক বাজানো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সচেতন না হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কিভাবে আসবে।
First Published: Saturday, March 1, 2014, 22:57