Last Updated: Friday, September 30, 2011, 21:53
লস্কর এ তৈবা এবং হক্কানি গোষ্ঠীর সন্ত্রাসবাদীদের ব্যবহার করছে পাক গোয়েন্দা সংস্থা। আর, সেনা প্রধান আশফাক পরভেজ কিয়ানি পিছন থেকে কলকাঠি নাড়ছেন। পাক সেনাবাহিনী ও আইএসআই-এর বিরুদ্ধে ফের তোপ দাগলেন মার্কিন সেনাকর্তা মাইক মুলেন। তাঁর অভিযোগ, অর্থ ও আশ্রয় দিয়ে হক্কানি গোষ্ঠীকে অবাধ কাজকর্মের সুযোগ করে দেওয়া হচ্ছে।