গরমে ত্বকের উজ্জ্বল রং ফিরিয়ে আনুন: দুধ-হলুদের প্যাক

গরমে ত্বকের উজ্জ্বল রং ফিরিয়ে আনুন: দুধ-হলুদের প্যাক

গরমে ত্বকের উজ্জ্বল রং ফিরিয়ে আনুন: দুধ-হলুদের প্যাকরং উজ্জ্বল করতে হলুদ মাখার রেওয়াজ বহুদিনের। বিয়ের দিন কনেকে ফর্সা দেখাতে সকালে হলুদ মাখানো হয়। দুধ ত্বকের ক্লান্তি দূর করে ত্বককে ফর্সা করে। লেবু ত্বক পরিসষ্কার রাখে। গরমে এই প্যাক যে কোনও দামি ফেসিয়ালের সমান।

কী কী লাগবে-

দুধ-৩ টেবিল চামচ
লেবুর রস-১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ চিমটে

কীভাবে ব্যবহার করবেন-

দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।

First Published: Thursday, May 29, 2014, 23:43


comments powered by Disqus