Last Updated: Thursday, May 29, 2014, 23:43
রং উজ্জ্বল করতে হলুদ মাখার রেওয়াজ বহুদিনের। বিয়ের দিন কনেকে ফর্সা দেখাতে সকালে হলুদ মাখানো হয়। দুধ ত্বকের ক্লান্তি দূর করে ত্বককে ফর্সা করে। লেবু ত্বক পরিসষ্কার রাখে। গরমে এই প্যাক যে কোনও দামি ফেসিয়ালের সমান।