আল আমিন কলেজ কাণ্ডে তদন্তে রাজ্য মানিবাধিকার কমিশন

আল আমিন কলেজ কাণ্ডে তদন্তে রাজ্য মানিবাধিকার কমিশন

আল আমিন কলেজ কাণ্ডে তদন্তে রাজ্য মানিবাধিকার কমিশন   মিল্লি আল আমিন কলেজের ঘটনায় এবার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মানিবাধিকার কমিশন। গতকাল কলেজের সাসপেন্ড হওয়া তিন অধ্যাপিকা মানবাধিকার কমিশনে অভিযোগ জানান। লিখিত অভিযোগ পাওয়ার পরেই কমিশন গোটা ঘটনা বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেয়। কমিশনের ডিজি এবং আই আই জিপি কে দু সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।

পক্ষপাতিত্বের শিকার হতে হচ্ছে , গত কয়েকদিন এমন অভিযোগে বারেবারেই সরব হয়েছেন মিল্লি আল আমিন কলেজের সাসপেন্ড হওয়া অধ্যাপিকারা। অভিযোগের আঙুল ছিল কলেজের পরিচালন সমিতির প্রধান তৃণমূল সাংসদ সুলতান আহমেদের বিরুদ্ধে। এমনকি তাঁর নির্দেশেই বেনিয়াপুকুর থানা গোটা ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অধ্যাপিকাদের। মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে নিজেদের অভিযোগ জানান অধ্যাপিকারা। সঙ্গে ছিলেন ওয়েবকুটার আধিকারিকরাও।

অধ্যাপিকাদের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় কমিশন।

তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই গোটা ঘটনা নিয়ে নিজেদের সুপারিশ জানাবে কমিশন।

First Published: Wednesday, February 6, 2013, 11:49


comments powered by Disqus