milli al amin missio - Latest News on milli al amin missio| Breaking News in Bengali on 24ghanta.com
আল আমিন কলেজ কাণ্ডে তদন্তে রাজ্য মানিবাধিকার কমিশন

আল আমিন কলেজ কাণ্ডে তদন্তে রাজ্য মানিবাধিকার কমিশন

Last Updated: Wednesday, February 6, 2013, 11:49

মিল্লি আল আমিন কলেজের ঘটনায় এবার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মানিবাধিকার কমিশন। গতকাল কলেজের সাসপেন্ড হওয়া তিন অধ্যাপিকা মানবাধিকার কমিশনে অভিযোগ জানান। লিখিত অভিযোগ পাওয়ার পরেই কমিশন গোটা ঘটনা বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেয়। কমিশনের ডিজি এবং আই আই জিপি কে দু সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।