Last Updated: January 12, 2013 18:02

জোড়া খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের দুই মন্ত্রী গৌতম দেব ও সুব্রত সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের নরম কলোনির স্থানীয় বাসিন্দারা। গতকাল রায়গঞ্জের মারাইপুরা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে খুন হন স্থানীয় দুই তৃণমূল নেতা। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিস যথাযথ ব্যবস্থা নেয়নি, এই অভিযোগে আজ পথ অবরোধ করেন কলোনীর বাসিন্দারা।
এদিকে আজই নিহতদের পরিবারের কাছে যাওয়ার কথা ছিল রাজ্যের মন্ত্রী গৌতম দেব ও সুব্রত সাহার। তাঁরা ওই এলাকায় পৌঁছলে পুলিস পথ অবরোধ তুলতে যায়। ওই সময় উত্তেজিত জনতা পুলিসের জিপ ভাঙচুর করে। পরে মন্ত্রীরা এলাকায় গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
First Published: Saturday, January 12, 2013, 18:31