Last Updated: August 21, 2013 14:29

ফের বিতর্কে ধর্মগুরু আসারাম বাপু। তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিসের কাছে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করল এক কিশোরী।
পুলিস সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে ওই কিশোরী দিল্লির কমলা মার্কেট পুলিস স্টেশনে লিখিত অভিযোগ জানিয়েছে ওই কিশোরী। কিশোরীর বয়ান অনুযায়ী রাজস্থানের যোধপুরে আসারাম বাপুর আশ্রমেই এই ধর্মগুরুর নির্যাতনের শিকার হয়েছে সে।
স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু অতীতেও বহু বিতর্কে জড়িয়েছেন। গত বছর ১৬ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় ধর্ষিতা মেয়েটিও ধর্ষকদের সমান দোষী বলে প্রবল সমালোচনার সম্মুখীন হন।
এই বছর মার্চে যখন চার দশকের মধ্যে ভয়াবহতম খরার সম্মুখীন হয় মহারাষ্ট্র, তখন ভক্তদের উপর নকল বৃষ্টির ছোঁয়া দেওয়ার জন্য কয়েক গ্যালন জল নষ্ট করেন তিনি।
২০০৮-এ আসারামের আশ্রমের কাছে সবরমতীর তীরে দীপেশ ভাগহেলা ও অভিষেক ভাগহেলা নামের দুই কিশোরের গলিত পচা মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় সপুত্র আসারামকে কেন্দ্র করে সাধারণ মানুষের সন্দেহ ঘনীভূত হয়।
First Published: Wednesday, August 21, 2013, 14:29