Last Updated: March 4, 2013 22:08

পঁচিশ বছরে পা দিয়ে আবার মুক্তি পাচ্ছে মীরা নায়ারের ডিরেক্টোরিয়াল ডেব্যু, সালাম বোম্বে। ছবিটিকে আবার রিলিজ করবে পিভিআর। একটি লিখিত বিবৃতিতে মীরা নায়ার জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে আবার ছবিটি রিলিজ করার পরিকল্পনায় তিনি রোমাঞ্চিত। তিনি বলেন, "ছবিটি আজও সমান প্রাসঙ্গিক।"
১৯৮৮-র ২২ মার্চ মুক্তি পায় ছবিটি। ১৯৫৭-তে মাদার ইন্ডিয়ার পর সালাম বোম্বেই দ্বিতীয় সিনেমা যাকে ভারতের হয়ে অস্কারে পাঠানো হয়।
মুম্বইয়ের `রেড লাইট` এলাকার প্রাত্যহিক জীবনের বর্ণনায় বাঙ্ময় উপাখ্যান সালাম বোম্বে। ছোট্ট কৃষ্ণর ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেয় শফিক সৈয়দ। এই ছবিতেই প্রথম আত্মপ্রকাশ করেন ইরফান খান। ড্রাগ অ্যাডিক্টের ভূমিকায় রঘুবীর যাদব এবং দালালের ভূমিকায় নানা পাটেকরের চিরস্মরণীয় অভিনয় সিনেমাটিকে অভিনয়ের পাঠ্যসূচীতে নিয়ে এসেছে।
ছবিটি মোট ২৫টি আন্তর্জাতিক পুরস্কার পায়, যার মধ্যে দুটি কান চলচ্চিত্র উৎসবে। অস্কারে বিদেশি ছবির বিভাগে নমিনেশন পেলেও শেষ রক্ষা হয়নি।
First Published: Monday, March 4, 2013, 22:08