Last Updated: Monday, March 4, 2013, 22:08
পঁচিশ বছরে পা দিয়ে আবার মুক্তি পাচ্ছে মীরা নায়ারের ডিরেক্টোরিয়াল ডেব্যু, সালাম বোম্বে। ছবিটিকে আবার রিলিজ করবে পিভিআর। একটি লিখিত বিবৃতিতে মীরা নায়ার জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে আবার ছবিটি রিলিজ করার পরিকল্পনায় তিনি রোমাঞ্চিত। তিনি বলেন, "ছবিটি আজও সমান প্রাসঙ্গিক।"