উদ্ধার মালেয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ! চলছে জোর জল্পনা

উদ্ধার মালেয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ! চলছে জোর জল্পনা

উদ্ধার মালেয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ! চলছে জোর জল্পনাউদ্ধারকারী দলের ছোট একটা টুইট। তাতেই তুমুল জল্পনা। রবিবার সকালে উদ্ধারকীরা দলের এক সদস্য টুইটারে লেখেন এক ছোট বার্তার পর মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৭৭-এর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছি। ভারত মহাসাগরের দক্ষিণে উদ্ধারকারী দলের র‌্যালি বেন নামের এক সদস্য লেখেন, অবশেষে যে জিনিসটা আমরা পাগলের মত খুঁজছিলাম সেটার দেখা পেলাম। আলোড়ন পড়ে যাওয়ার পর অবশ্য এই টুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট আশার কথা শুনিয়েছেন। বলেছেন, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারব। এদিকে, দক্ষিণ ভারত মহাসাগরে আরও বেশ কয়েকটি সন্দেহজনক ভাসমান বস্তুর দেখা মিলেছে।

এদিকে, নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের সন্ধানে আজ আরও ১০টি হেলিকপ্টার এবং ৮টি জাহাজ পাঠানো হয়েছে৷

প্রসঙ্গত, গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজাক জানিয়েছিলেন, ভারত মহাসাগরের দক্ষিণেই ভেঙে পড়েছে নিখোঁজ মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৭৭। ২৩৯ জন যাত্রী নিয়ে গত ৮ মার্চ থেকে বিমানটি নিখোঁজ ছিল।

First Published: Sunday, March 30, 2014, 13:39


comments powered by Disqus