Missing Malaysian pl - Latest News on Missing Malaysian pl| Breaking News in Bengali on 24ghanta.com
উদ্ধার মালেয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ! চলছে জোর জল্পনা

উদ্ধার মালেয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ! চলছে জোর জল্পনা

Last Updated: Sunday, March 30, 2014, 13:39

উদ্ধারকারী দলের ছোট একটা টুইট। তাতেই তুমুল জল্পনা। রবিবার সকালে উদ্ধারকীরা দলের এক সদস্য টুইটারে লেখেন এক ছোট বার্তার পর মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৭৭-এর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছি। ভারত মহাসাগরের দক্ষিণে উদ্ধারকারী দলের র‌্যালি বেন নামের এক সদস্য লেখেন, অবশেষে যে জিনিসটা আমরা পাগলের মত খুঁজছিলাম সেটার দেখা পেলাম। আলোড়ন পড়ে যাওয়ার পর অবশ্য এই টুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়।