Last Updated: June 19, 2014 17:49

ইডির কাছে হাজিরার জন্য একমাস সময় চাইলেন মিঠুন চক্রবর্তী। আজ ইডি দফতরে হাজির হন মিঠুন চক্রবর্তীর আইনজীবী বিমান সরকার। লিখিত আবেদন জমা দেন তিনি। আবেদনে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তী এই মুহুর্তে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। একমাস পর ইডি যখন সময় দেবে তখনই দফতরে হাজিরা দেবেন তিনি।
গতকালই জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীকে সমন পাঠিয়েছিল ইডি। সাত দিনের মধ্যে দিল্লি অথবা কলকাতায় ইডির অফিসে মিঠুনকে হাজিরা দিতে বলা হয়েছিল। তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ সারদার একটি নিউজ চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ছিলেন। সারদা তরফে মাসে কুড়ি লক্ষ টাকা করে পেতেন তিনি।
First Published: Thursday, June 19, 2014, 17:49