Last Updated: Saturday, November 10, 2012, 09:41
জমকালো উদ্বোধন, অমিতাভ বচ্চনের সগৌরব উপস্থিতি, টলিউড গ্ল্যামারের উপস্থিতি সত্ত্বেও বিতর্ক এড়াতে পারলো না এবারের আন্তর্জাতিক চলচিত্র উত্সব। উত্সব সূচনা হওয়ার আগে 'চোখের পানি' ছবি নিয়ে বিতর্ক নিয়ে সরগরম থাকল চলচ্চিত্রমহল। নন্দীগ্রামের ঘটনা নিয়ে তৈরি ছবি 'চোখের পানি' দেখানো হচ্ছে না এবারের উত্সবে। তারই প্রতিবাদে আজ নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখান নন্দীগ্রাম শহিদ স্মারক কমিটির সদস্যরা। কালো পতাকাও দেখানো হয় মুখ্যমন্ত্রীকে। ভিতরে যখন বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে, বাইরে তখন নন্দীগ্রামের মানুষদের আর্ত প্রতিবাদ।