তৃণমূলের টিকিটে রাজ্যসভায় আসন প্রাপ্তি মিঠুন চক্রবর্তীর

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় আসন প্রাপ্তি মিঠুন চক্রবর্তীর

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় আসন প্রাপ্তি মিঠুন চক্রবর্তীর   এবার রাজনীতির মঞ্চে প্রবেশ করলেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের হয়ে এই টলিউড-বলিউডের একদা সুপারস্টার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হচ্ছেন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মিঠুনের রাজ্যসভার সংসদ হওয়ার কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন ``এই বছর আমাদের রাজ্য থেকে পাঁচজনকে রাজ্য সভার সদস্য হিসাবে নির্বাচিত করা হবে। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার মধ্যে একটি আসন দেওয়া হবে মিঠুন চক্রবর্তীকে। চক্রবর্তী একজন প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী। বিবিধ সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সাফল্যের সঙ্গে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন।``

এর সঙ্গেই মিঠুনের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ``মিঠুন শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের সম্পদ। তাঁকে নির্বাচিত করতে পেরে আমরা গর্বিত।``

First Published: Saturday, January 18, 2014, 15:56


comments powered by Disqus