ফুটবলে ভারতসেরার অভিষেক মুকুট মিজোরামের

ফুটবলে ভারতসেরার অভিষেক মুকুট মিজোরামের

ফুটবলে ভারতসেরার অভিষেক মুকুট মিজোরামেরমিজোরাম (৩) রেলওয়েজ (০)

ভারতীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল মিজোরাম। রবিবার সন্তোষ ট্রফির ফাইনালে রেলওয়েজকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার ভারতসেরা হওয়ার স্বাদ পেল মিজোরাম। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফাইনালে জোড়া গোল করেন নায়ক জিকো জোরেমসাঙ্গা। অপর গোলটি করেন লালরানপুইয়া। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল রেলওয়েজের বাঙালি কোচ সৌরেন দত্তকে।

চ্যাম্পিয়ন হওয়ায় ৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য পেল মিজোরাম। রেলওয়েজ পেল ৩ লক্ষ টাকা।

ভারতীয় ফুটবলে বেশ কয়েকবছর ধরেই উত্তরপূর্ব ভারতের এই রাজ্য ছাপ ফেলছে। এই রাজ্যের তুলুঙ্গা -ডিকাদের মত ফুটবলার উজ্জ্বল নক্ষত্র হিসাবে উঠে আসছে। আজকের এই সন্তোষ জয় নিঃসন্দেহে ভারতীয় ফুটবলে একটা আলাদা তাত্‍পর্যবহন করবে।

First Published: Sunday, March 9, 2014, 21:52


comments powered by Disqus