Last Updated: Sunday, March 9, 2014, 21:52
ভারতীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল মিজোরাম। রবিবার সন্তোষ ট্রফির ফাইনালে রেলওয়েজকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার ভারতসেরা হওয়ার স্বাদ পেল মিজোরাম। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফাইনালে জোড়া গোল করেন নায়ক জিকো জোরেমসাঙ্গা। অপর গোলটি করেন লালরানপুইয়া। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল রেলওয়েজের বাঙালি কোচ সৌরেন দত্তকে।