Last Updated: February 10, 2014 23:39

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সমর্থন পাচ্ছেন মোদী। এবারে তাঁর জন্য পোশাক ত্যাগ করলেন অভিনেত্রী মেঘনা পটেল।
মেঘনা টুইটারে ছবি পোস্ট করার পরই প্রচুর ছড়িয়ে পড়েছে এই ছবি। সম্পূর্ণ নগ্ন শরীরে শুধু বুকের ওপর মোদীর ছবি ধরে রয়েছেন তিনি। অন্য আরেকটি ছবিতে গোলাপের পাঁপড়ি বিছানো খাটে শুয়ে মোদীর পোস্টার ধরে রয়েছেন তিনি। সাংবাদিকদের মেঘনা বলেছেন, ""নরেন্দ্র মোদী আজকের পুরুষ। লক্ষ লক্ষ মানুষ তাঁকে চায়। ভারতের রাজনীতিতে তাঁর অবস্থান বিরাট। নিজের রাজ্যের উন্নয়নের জন্য মোদী অনেক কিছু করেছেন। আর এখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। একুশ শতকে উন্নত ভারত গড়ার লক্ষ্যে মানুষ তাঁকে ভোট দেবে। আমরা সবাই আপনাকে ভালবাস, মিস্টার মোদী।``
চন্দ্রকান্ত সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মেঘনা।
First Published: Monday, February 10, 2014, 23:39