Last Updated: Tuesday, May 29, 2012, 21:59
বছর ঘুরে গেল! পুনম কথা রাখল না বলে যাঁরা ভাবছিলেন, তাঁদের এবার আশা পূরণের পালা। অবশেষে কথা রাখলেন পুনম পান্ডে। দর্শকদের এক বছর অপেক্ষায় রাখলেও শেষ পর্যন্ত পোশাক পরিত্যাগ করলেন পুনম। রবিবার চেন্নাইকে হারিয়ে কলকাতা আইপিএল চ্যাম্পিয়ন হতেই ট্যুইটারে পোস্ট করলেন তাঁর নিরাভরণ ছবি।