বলিউডি গ্ল্যামার ছাপিয়ে ড্রিম গার্লের মেয়ের বিয়েতে নজর কাড়লেন মোদী

বলিউডি গ্ল্যামার ছাপিয়ে ড্রিম গার্লের মেয়ের বিয়েতে নজর কাড়লেন মোদী

বলিউডি গ্ল্যামার ছাপিয়ে ড্রিম গার্লের মেয়ের বিয়েতে নজর কাড়লেন মোদী গত রবিবারেই সাত পাকে বাঁধা পড়েছে হেমা মালিনী, ধর্মেন্দ্রর ছোট মেয়ে আহনা দেওল। আড়ম্বর পরিপূর্ণ বিয়ের আসরে গোট বলিউডের চাঁদের হাট নামলেও নজর কাড়লেন একজনই। তিনি নরেন্দ্র মোদী। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

নরেন্দ্র মোদী ছাড়াও হাই প্রোফাইল নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন বাবা রামদেব, অমর সিং, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, জয়া বচ্চন, রেখা, জাভেদ আখতার, শাবানা আজমি, সোনাক্ষি সিনহা, সুব্রত রায়, অনিল আম্বানি, টিনা আম্বানি, জিতেন্দ্র, অনুপম খের, কিরণ খের।

দিল্লির ব্যবসায়ী বৈভব ভোহরাকে পাত্র হিসেবে বেছেছেন হেমার ছোট মেয়ে অহনা। পঞ্জাবি ও তামিল সংস্কার মেনে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।



First Published: Tuesday, February 4, 2014, 00:00


comments powered by Disqus