Last Updated: February 3, 2014 23:32

মোদীর নাম না করেই ব্রিগেডে বিজেপিকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী। বুধবার সেই ব্রিগেডেই সভা করবেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব কি শোনা যাবে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ভাষণে?
এরাজ্যে সর্বোচ্চ এগারো শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তারপর ঘাত-প্রতিঘাতে সেই ভোটের শতকরা হার কখনও নেমেছে তিনে, কখনও ছয়ে। গত পঞ্চায়েত ভোটেও ন্যূনতম সাড়া জাগাতে পারেনি রাহুল সিনহার বিজেপি। তবু, তাদের ডাকেই বুধবারের ব্রিগেড সমাবেশ। সত্যি কি ব্রিগেড ভরানোর মতো সাংগঠনিক শক্তি আছে রাজ্য বিজেপির? তাহলে কীসের ভরসায় ব্রিগেড ডাকা? বিজেপি নেতৃত্বের বিশ্বাস এবার ভরে যাবে ব্রিগেড। কারণ বুধবারের ব্রিগেডে প্রধান বক্তার নাম নরেন্দ্র মোদী।
সাধারণভাবে ব্রিগেডে যেখানে মঞ্চ হয়, তৈরি হয় র্যারিকেড, এবার সবটাই বদলে ফেলা হয়েছে। ফলে, অনেক কম লোকেও মনে হবে এ যেন ভরা ব্রিগেড। যদিও দারুণ আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি। মোদীর ব্রিগেডে চোখ এবং কান খোলা থাকবে সকলের। চোখ বলে দেবে কত লোক হল। কান শুনবে মোদীর ভাষণ। কংগ্রেসের বিরুদ্ধে সরব হবেন মোদী। তা তো সকলেরই জানা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতটা মুখ খুলবেন তিনি?
মোদীর নাম না করেও বিজেপি সম্পর্কে এই কটাক্ষ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। তার কি জবাব পাওয়া যাবে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর গলায়?
First Published: Monday, February 3, 2014, 23:32