মোদী মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন ছেচল্লিশ জন মন্ত্রী, নেই আডবানী, মুরলী মনোহর যোশি

মোদী মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন ছেচল্লিশ জন মন্ত্রী, নেই আডবানী, মুরলী মনোহর যোশি

মোদী মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন ছেচল্লিশ জন মন্ত্রী, নেই আডবানী, মুরলী মনোহর যোশিদেশের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে শপথগ্রহণ করলেন ৪৬জন মন্ত্রী। ২৩ জন পূর্ণমন্ত্রীর পাশাপাশি ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ১২ জন প্রতিমন্ত্রী।

তবে মন্ত্রসভায় জায়গা পেলেন না লালকৃষ্ণ আডবানী, মূরলী মনোহর যোশির মতো প্রবীন নেতারা। বিরোধিতার মাসুল দিতে গিয়েই বাদ পড়তে হল তাঁদের?

অপরদিকে জল্পনার পারদ চড়িয়েও মন্ত্রিসভায় জায়গা পেলেন না বাংলার সাংসদরা। মন্ত্রিসভা সম্প্রসারণের সময় সুরিন্দর সিং আহলুওয়ালিয়া বা বাবুল সুপ্রিয় জায়গা পেতে পারেন বলে আশা ছাড়েনি এ রাজ্য।

কে কোন মন্ত্রক পেলেন এক নজরে-

রাজনাথ সিং-স্বরাষ্ট্র মন্ত্রক
অরুণ জেটলি- অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রক
সুষমা স্বরাজ- বিদেশ মন্ত্রক
নীতিন গড়করি- ভুতল পরিবহন ও জাহাজ মন্ত্রক
অনন্ত কুমার- সংসদ বিষয়ক মন্ত্রী
সদানন্দ গৌড়া-রেলমন্ত্রক
ভেঙ্কাইয়া নাইডু-নগরোন্নয়ন মন্ত্রক
রবিশঙ্কর প্রসাদ-টেলিকম মন্ত্রক, আইন মন্ত্রক
মানেকা গান্ধী-নারী ও শিশুকল্যাণ মন্ত্রক
নাজমা হেপতুল্লাহ-সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক
স্মৃতি ইরানি-মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক
রাধা মোহন সিং-কৃষি মন্ত্রক
নির্মলা সিতারমণ-বানিজ্য মন্ত্রক
পীযুষ গোয়েল-বিদ্যুত্(স্বাধীন)
প্রকাশ জাভদেকর-তথ্য ও সম্প্রচার মন্ত্রক
রামবিলাস পাসোয়ান-খাদ্য মন্ত্রক


First Published: Tuesday, May 27, 2014, 00:00


comments powered by Disqus