Last Updated: Monday, May 19, 2014, 13:53
সরকার গঠন নিয়ে তত্পরতা তুঙ্গে বিজেপি শিবিরে। দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন নরেন্দ্র মোদী। আজ তিনি বৈঠকে বসেছিলেন অরুণ জেটলির সঙ্গে। গতকালই আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সম্ভবত মন্ত্রিসভা গঠন নিয়ে আডবাণীর মতামত নিতে গিয়েছিলেন তিনি। মন্ত্রিসভা গঠনে যে তিনি আডবাণীর মতকে গুরুত্ব দিচ্ছেন, সম্ভবত সেই বার্তাটাও দিতে চেয়েছেন ভাবী প্রধানমন্ত্রী। নতুন সরকার নিয়ে দফায় দফায় আলোচনায় বসছেন অন্য বিজেপি নেতারাও। আজ সকালে দফায় দফায় রাজনাথ সিংয়ের বাড়িতে যান সুষমা স্বরাজ, বরুণ গান্ধী, উমা ভারতীরা।