Last Updated: April 19, 2014 21:28

সঞ্জয় বাড়ু ও পিসি পারেখের বিস্ফোরক মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে বিঁধলেন নরেন্দ্র মোদী। অসমের সভায় গিয়ে মোদী বলেন দিল্লিতে মা-ছেলের সরকার চলত। প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের ভূমিকা ছিল নিতান্ত নগন্য। আসল প্রধানমন্ত্রী কে ছিলেন তা এবার স্পষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। অসম থেকেই রাজ্যসভার সাংসদ মনমোহন সিং। সেই অসমে সভা করতে গিয়েই মনমোহন সিংকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সঞ্জয় বাড়ুর ও কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব পি. সি. পারেখের বইয়ের বিস্ফোরক বক্তব্যকে হাতিয়ার করেই মোদী বলেন ( GFX আসল প্রধানমন্ত্রী কে ছিলেন তা এবার স্পষ্ট। সিদ্ধান্ত নিতেন মা ও ছেলে। মনমোহন সিং কী বলতেন তার কোনও গুরুত্বই ছিল না। মা ও ছেলেকে এর জন্য মূল্য চোকাতে হবে।
শুধু নরেন্দ্র মোদীই নন মনমোহন সিংকে বিঁধেছেন বিরোধী দলনেতা অরুণ জেটলি।
জেটলিকে পাল্টা বিঁধেছেন অমৃতসর কেন্দ্রে জেটলির প্রতিদ্বন্দ্বি কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিং।
জেটলিকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাজীব শুক্ল।
First Published: Saturday, April 19, 2014, 21:28