Last Updated: Monday, April 14, 2014, 21:41
ফের বই-বোমায় অস্বস্তিতে কংগ্রেস। প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টার সঞ্জয় বারুর পর এবারে প্রাক্তন কয়লা সচিব পিসি পারখের বই নিয়েও বিরোধীদের আক্রমণের নিশানায় প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাল্টা আক্রমণ করেছে কংগ্রেসও। টাকা ছড়িয়েই মোদী শিবির এধরণের বিতর্ক তৈরি করছে বলে অভিযোগ করেছেন দ্বিগ্বিজয় সিং। সোমবারই প্রকাশিত হয়েছে প্রাক্তন কয়লা সচিব পিসি পারখের বই "ক্রুসেডার অর কনস্পিরেটর : কোলগেট অ্যান্ড আদার ট্রুথ` । কয়লা কেলেঙ্কারি নিয়ে লেখা বইটিতে পারখের দাবি, প্রধানমন্ত্রী হলেও রাজনৈতিকভাবে কোনও ক্ষমতাই ছিল না মনমোহন সিংয়ের হাতে।