কংগ্রেসের খাসতালুকেই গান্ধী পরিবারকে বিঁধলেন মোদী, আমেথি ক্ষমা করবে না, জবাব প্রিয়ঙ্কার

কংগ্রেসের খাসতালুকেই গান্ধী পরিবারকে বিঁধলেন মোদী, আমেথি ক্ষমা করবে না, জবাব প্রিয়ঙ্কার

কংগ্রেসের খাসতালুকেই গান্ধী পরিবারকে বিঁধলেন মোদী, আমেথি ক্ষমা করবে না, জবাব প্রিয়ঙ্কার  আমেথি থেকেই দেশ গড়ার কাজ শুরু করবেন তিনি। গান্ধী পরিবারের খাসতালুকে দাঁড়িয়ে বললেন নরেন্দ্র মোদী। কড়া সমালোচনা করলেন সোনিয়া ও রাহুল গান্ধীর। আমেথির অনুন্নয়নের অভিযোগে কাঠগড়ায় তুললেন তাঁদের। মোদীর আক্রমণের হাত থেকে ছাড় পেলেন না রাজীব গান্ধীও। মোদী বলেন, গত ৪০ বছর ধরে আমেথিকে অবহেলা করেছে কংগ্রেস। `তাঁর বোন` স্মৃতি ইরানি যখন জিতে দিল্লি যাবেন, সকলের আগে আমেথির জলকষ্টের সমাধানের কথা মাথায় রাখা হবে।

অন্যদিকে, মোদীকে বিঁধেছেন প্রিয়ঙ্কা গান্ধী। তাঁর মতে তাঁর বাবা রাজীব গান্ধী শহিদ। তাঁকে অপমান করার জন্য আমেথি মোদীকে ক্ষমা করবে না। বারাণসী ও ভদোদরায় কংগ্রেসের বড় নেতারা প্রচারে যাননি। রায়বরেলিতে যাননি বিজেপির হেভিওয়েটরা। অঘোষিত রীতি ভাঙলেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর কেন্দ্র আমেথিতে গেলেন বিজেপির প্রধানমন্ত্রীপদপ্রার্থী। আমেথিতে উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করলেন মোদী।

তাঁর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে কংগ্রেসের আক্রমণেরও জবাব দিয়েছেন মোদী। হেরে গেলে কী করবেন? আমেথির ভোটারদের তাও জানিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমেথির মানুষ যাতে অবাধে ভোট দিতে পারেন সে জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদী।


First Published: Tuesday, May 6, 2014, 09:18


comments powered by Disqus