Last Updated: March 22, 2014 22:31

আই লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে মোহনবাগান। রবিবার অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার মুখোমুখি হচ্ছে করিমের দল। গোয়ান দলটির বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট চাইছে সবুজ-মেরুন শিবির। সমস্যা যেন পিছু ছাড়ছে না মোহনবাগানের। আই লিগে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে গোলকিপার সমস্যায় সবুজ-মেরুন।
শুক্রবার গোয়ায় পৌছে অনুশীলন করার সময় কুঁচকিতে চোট পান গোলকিপার মনোতোষ। শনিবার অনুশীলন করেননি তিনি। ফলে বাধ্য হয়েই অফ ফর্মে থাকা সন্দীপ নন্দীকে খেলাতে হবে মোহনবাগান কোচকে। তবে করিমকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে কাতসুমির ফিট হয়ে ওঠা। কার্ড সমস্যায় দলের সঙ্গে যাননি ডেনসন দেবদাস। তাঁর জায়গায় সম্ভবত খেলবেন বিক্রমজিত। স্পোর্টিং ম্যাচই মোহনবাগানের শেষ অ্যাওয়ে ম্যাচ। গোয়া থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চাইছেন মোহনবাগান কোচ। কুড়ি ম্যাচে একুশ পয়েন্ট পেয়ে অবনমনের আওতায় রয়েছে সবুজ-মেরুন। খারাপ সময়ে দলের সবাই তাকিয়ে আছে ওডাফার দিকে। গোটা মরসুমে কার্যত কিছুই করতে পারেননি নাইজেরীয় স্ট্রাইকার। দলকে নিরাপদ জায়গায় পৌছে দিতে মরিয়া ওডাফা নিজেও।
First Published: Saturday, March 22, 2014, 22:31