মোহনবাগান-ডেম্পো ম্যাচের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল, সালগাঁওকর

মোহনবাগান-ডেম্পো ম্যাচের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল, সালগাঁওকর

মোহনবাগান-ডেম্পো ম্যাচের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল, সালগাঁওকরমোহনবাগান বনাম ডেম্পো ম্যাচ শুধু দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল, সালগাঁওকরও। সুব্রত-প্রশান্ত জুটির কাছে এটাই শেষ সুযোগ। আর মরণবাঁচন ম্যাচের প্রস্তুতির শেষমূহুর্তে হঠাত্ ধাক্কা মোহনবাগান শিবিরে। অনুশীলনে মাথা ফাটল রাকেশ মাসির। চারটি সেলাই হয়েছে তাঁর। কোচ রাকেশকে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেও রাকেশ জানান তিনি খেলতে প্রস্তুত। চার-তিন-এক-দুই,এই ছকেই ডেম্পোর যাবতীয় লড়াই বানচাল করতে চান সুব্রত-প্রশান্ত। আপফ্রন্টে ব্যারেটো-ওডাফাকে রেখে পেছনে থাকবেন সুনীল। রন্টি নন, মিরান্ডা-ক্লাইম্যাক্সদের বলের সাপ্লাইলাইন কেটে দেওয়াই হতে চলেছে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কের গেমপ্ল্যান।

গোলে সংগ্রামের বদলে খেলবেন শিল্টন পাল। ব্লুপ্রিন্ট তৈরী। এখন শুধু যুদ্ধক্ষেত্রে নামার প্রতীক্ষায় ব্যারেটো-ওডাফারা।

First Published: Saturday, March 31, 2012, 21:23


comments powered by Disqus