Last Updated: Sunday, October 2, 2011, 15:10
শনিবার সকালে সালগাঁওকর কর্ণধারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন ফেডারেশন সচিব কুশল দাস। দুর্দান্ত সফল করিমকে যে কোনমতেই ছাড়া সম্ভব নয়,তা স্পষ্টভাষায় জানিয়ে দেন
শিবানন্দ সালগাঁওকর। সালগাঁওকর প্রধানের দেওয়া যুক্তি মেনে নিয়েছেন ফেডারশন সচিব।