Mohon bhagan

অশোক গাঙ্গুলিকে ফাঁসানোর অভিযোগ হাস্যকর: মোহনবাগান

Tag:  Ashok Ganguly
অশোক গাঙ্গুলিকে ফাঁসানোর অভিযোগ হাস্যকর: মোহনবাগান অশোক গাঙ্গুলি বিতর্কে নয়া মোড়। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আর তার পিছনে হাত রয়েছে মোহনবাগান ক্লাবের। এই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন জনৈক পদ্মা নারায়ণ সিং। আগামিকাল পি সদাশিবমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি। তবে ২৪ ঘণ্টার স্টুডিওয় এসে এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন মোহনবাগান ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত।

অশোক গাঙ্গুলি বিতর্কে এবার নাম জড়াল মোহনবাগানের। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনকে ফাঁসানো হয়েছে এবং তার পিছনে হাত রয়েছে মোহনবাগান ক্লাবের। সুপ্রিম কোর্টে শুক্রবার এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। জনৈক পদ্মা নারায়ণ সিংয়ের দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, অশোক গাঙ্গুলিকে চক্রান্ত করে ফাঁসিয়েছে মোহনবাগান ক্লাব। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে, দুহাজার বারোর আই লিগ ডার্বি থেকে টিম তুলে নেয় মোহনবাগান। ম্যাচ না হওয়ায়, মোহনবাগানকেই দোষী সাব্যস্ত করেছিলেন অশোক গাঙ্গুলি। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাকারীর অভিযোগ, সেই ঘটনার প্রতিহিংসা নিতেই প্রাক্তন বিচারপতিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

অভিযোগকারী পদ্মা নারায়ণ সিং অভিযোগ করেছেন, বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে এ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। মোহনবাগান ওই মহিলা ইনটার্নকে ব্যবহার করেছে। মোহনবাগানের বিরুদ্ধে পরিত্যক্ত ডার্বি ম্যাচের তদন্ত রিপোর্ট তাঁকে দিয়েই তৈরি করিয়েছিলেন অশোক গাঙ্গুলি।...পরবর্তীকালে মোহনবাগান সচিব অঞ্জন মিত্র AIFF প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলকে চিঠি লিখে রায় পুনর্বিবেচনার দাবি জানান। যুক্তি হিসেবে বিচারপতি গাঙ্গুলির সততা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কারণ বিচারপতি গাঙ্গুলি ওই মহিলা ইনটার্নের শ্লীলতাহানিতে অভিযুক্ত।

তবে জনস্বার্থ মামলায় করা অভিযোগগুলি অস্বীকার করেছে মোহনবাগান কর্তৃপক্ষ। চব্বিশ ঘণ্টার স্টুডিওয় এসে মোহনবাগান ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেন। শ্লীলতাহানির অভিযোগ সামনে আসার পর থেকেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। শনিবারও এ নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

প্রধান বিচারপতি পি সদাশিবমের ডিভিশন বেঞ্চে সোমবার এই জনস্বার্থ মামলার শুনানি। এই পরিস্থিতিতে ইন্টার্নকে যৌন হেনস্থার ঘটনায় দোষী অশোক গাঙ্গুলি? নাকি তা সুপরিকল্পিত রাজনৈতিক গড়াপেটা? পদ্মা নারায়ণ সিংয়ের জনস্বার্থ মামলায় ডার্বিযোগের অভিযোগ ওঠার পর আরও জট পাকাল রহস্য।


First Published: Sunday, January 5, 2014, 10:41


comments powered by Disqus