সুব্রত-প্রশান্তর তত্ত্বাবধানে প্র্যাকটিসে মোহনবাগান

সুব্রত-প্রশান্তর তত্ত্বাবধানে প্র্যাকটিসে মোহনবাগান

সুব্রত-প্রশান্তর তত্ত্বাবধানে প্র্যাকটিসে মোহনবাগানদায়িত্ব নিয়েই মোহনবাগানে কাজ শুরু করে দিলেন সুব্রত-প্রশান্ত। ডার্বি পর্বে ব্যর্থতার পর সাফল্যের জন্য মোহনবাগান তাকিয়ে আছে ক্লাবের দুই প্রাক্তন ফুটবলারের দিকেই। প্রায় ছয় বছর পর আবার মোহনবাগানে প্রত্যাবর্তন ঘটল সুব্রত-র। অপরদিকে বড় দলের কোচ হিসাবে প্রশান্ত ব্যানার্জির এটাই প্রথম ইনিংস। বুধবার অনুশীলনে এসেই সব ফুটবলারের সঙ্গে পরিচয় সেরে নেন নতুন কোচ আর টিডি। সময় কম। তাই চ্যালেঞ্জটাও কঠিন। খেলোয়াড়ি জীবনের মতই সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সুব্রত-প্রশান্ত। সুব্রত-প্রশান্ত জুটিকে ঘিরে শুরু হয়ে গেছে মোহনবাগান জনতার স্বপ্নদেখা। সুব্রত নিজেও বলছেন,আই লিগ জয়ের আশা করাই যায়। অতীতের ব্যর্থতা নয়,দুই প্রাক্তনীর হাত ধরে এখন শুধুই সামনে এগোনোর লক্ষ্যে মোহনবাগান।

First Published: Wednesday, October 19, 2011, 15:23


comments powered by Disqus