Last Updated: January 23, 2014 18:46

চার্চিল ব্রাদার্স (২) মোহনবাগান (১)
ফেডারেশন কাপ থেকে বিদায় নিল মোহনবাগান। সেমিফাইনালে চার্চিল ব্রাদার্সের ২-১ গোলে হেরে সবুজ মেরুন নৌকাডুবি হল। ম্যাচের চার মিনিটে বলবন্ত সিংয়ের গোলে এগিয়ে যায় চার্চিল। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান অ্যান্টনি উলফ। মোহনবাগানের হয়ে ব্যবধান কমান ওডাফা। মোহনবাগানের বিদায়ে আর কোনও বাংলার দলই রইল না ফেডারেশন কাপে।
গ্রুপ লিগে দুটো জয়, একটা ড্র করা মোহনবাগান আজ প্রথমার্ধে বেশ হতাশ করে। দ্বিতীয়ার্দে বেশ কিছু সহজ সুযোগ নষ্টের খেসারত দিল হল করিমের দলকে।
মোহনবাগানের হারের পর পরিষ্কার হয়ে গেল এবারের ফেডারেশন কাপ যাচ্ছে গোয়াতেই। কারণ দ্বিতীয় সেমিফাইনালে ডেম্পো-সালগাওকরের মধ্যে যে দলই জিতুক তারা গোয়ার। এত দিন গোয়ার আধিপত্য সীমাবদ্ধ ছিল শুধু আই লিগেই। ফেডারেশন কাপে বাংলার দলরাই আধিপত্য দেখাতে। শেষ সাতবারের মধ্যে ছ বার ফেড কাপ জিতেছে বাংলার মোহনবাগান অথবা ইস্টবেঙ্গল। কিন্তু এবার সেটাও হাতছাড়া হতে চলছে।
First Published: Thursday, January 23, 2014, 18:51