Last Updated: Friday, January 18, 2013, 19:06
ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে আই লিগের খেতাবি দৌড় জমিয়ে দেওযার সুবর্ণ সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। শনিবার যুবভারতীতে লিগ শীর্ষে থাকা সুভাষ ভৌমিকের চার্চিলের বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ শিবির। চলতি মরসুমে দুবারের সাক্ষাতেই গোয়ার দলটিকে টেক্কা দিয়েছেন চিড্ডিরা। তবে মেহতাব বলছেন,শনিবার একেবারে অন্য ম্যাচ। কেননা যুবভারতী জিততে না পারলে আই লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে।