চার্চিলের বড় জয়ে বাগানের ভবিষত্‍ নিয়ে প্রশ্ন

ফেড কাপ থেকে মোহনবাগানের বিদায়

ফেড কাপ থেকে মোহনবাগানের বিদায়মোহনবাগান (০): এয়ার ইন্ডিয়া (২)।
চার্চিল ব্রাদার্স (৫): মহামেডান (১)

ফেডারেশন কাপ থেকে বিদায় নিল মোহনবাগান। এয়ার ইন্ডিয়ার কাছে ০-২ গোলে হেরে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দলের অভিযান শেষ হল।
দশ জনের এয়ার ইন্ডিয়ার কাছে মোহনবাগান কার্যত উড়ে গেল। শিলিগুড়িতে ম্যাচের মিনিটে প্রথম গোল খান ওডাফারা। খেলা শেষের মিনিট পাঁচেক আগে বাগানের কফিনে শেষ পেরেকটি পোতেন হেনরি।


অন্যদিকে ফেডারেশন কাপে কলকাতার মহামেডান স্পোর্টিংকে উড়িয়ে দিল গোয়ার চার্চিল ব্রাদার্স। সুভাষ ভৌমিকের দল চার্চিল ৫-১ গোলে হারাল মহামেডানকে।এর ফলে ফেড কাপে শেষ চারে ওঠার প্রশ্নে অনেকটাই এগিয়ে গেল। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এদিন অলোক মুখোপাধ্যায়ের দলকে নিয়ে ছেলেখেলা করলেন বেটোরা। প্রথমার্ধেই খেলার ফল ছিল ৪-১। চার্চিলের হয়ে গোলগুলি করেন বিলাল, বালান, বেটো, মোগরাবি, হেনরি। মহামেডানের একমাত্র গোল সানডের।





First Published: Saturday, September 22, 2012, 22:08


comments powered by Disqus