Last Updated: March 6, 2014 19:51

সামনেই মোহনবাগানে নির্বাচন। দীর্ঘদিন ট্রফি না পাওয়ায় ক্ষোভে ফুটছেন সমর্থকরা। তাই আগামী মরসুমে শক্তিশালী দল গড়ার জন্য ঝাঁপিয়েছে মোহনবাগান। ডেম্পোর সঞ্জু প্রধান ও ইউনাইটেড স্পোর্টসের রফিকের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বাগান কর্তারা। দলের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চও শক্তিশালী করতে মরিয়া মোহনবাগান।
আগামি মরসুমে ছেড়ে দেওয়া হচ্ছে রউইলসন, ওয়াহিদ সালি, ইচে, শঙ্কর ওঁরাও, ক্রিস্টোফারসহ একঝাঁক ফুটবলার। গোলকিপার হিসেবে শিল্টন ও মনোতোষকে রেখে দিলেও সন্দীপ নন্দীকে নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে ছেড়ে দেওয়া হতে পারে ডেনসনকেও। চলতি মাসেই দলগঠন নিয়ে কর্তারা বৈঠক করবেন বলে খবর। কোচ হিসেবে করিমের নাম থাকলেও,উঠে আসছে অন্য কয়েকটা নামও।
First Published: Thursday, March 6, 2014, 19:51