Last Updated: February 29, 2012 21:06

আইএফএ শিল্ড মে মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ জানাল মোহনবাগান। বুধবার সকালে অনুশীলনের পর কোচ প্রশান্ত ব্যানার্জি আর টিডি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোহনবাগানের দুই শীর্ষকর্তা অঞ্জন মিত্র আর দেবাশিস দত্ত।
সেখানেই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পরিষ্কার জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে,তাদের পক্ষে এই মুহুর্তে শিল্ড খেলা সম্ভব নয়। সেই দাবির সঙ্গে একমত প্রকাশ করেন বাগান কর্তারাও।
ফুটবলারদের চুক্তি সম্পর্তিক যাবতীয় তথ্য রাজ্য ফুটবল সংস্থার ওয়েবসাইটে অবিলম্বে তোলার আবেদন জানিয়েছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।
First Published: Wednesday, February 29, 2012, 21:06